বঙ্গবন্ধু অলিম্পিক গেমসে সেনাবাহিনীর আধিপত্য

নিজস্ব প্রতিবেদক

আসরের দ্বিতীয় দিনে অ্যাথলেটিক্সে সেনাবাহিনীর আধিপত্য। পুরুষ ম্যঅরাথনের তিনটি পদকই গেছে সেনাবাহিনীর ঘরে।

সেনাবাহিনীর আধিপত্যের মধ্য দিয়ে শেষ হলো সাইক্লিং এর প্রথম দিন। তবে ইন্ডিভিজুয়াল রোড টাইম ট্রায়ালের পুরুষ বিভাগে স্বর্ণ জয় করেছেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার রকিবুল হাসান।

বডি বিল্ডিংয়ের পুরুষ জুনিয়র ওপেন বিভাগে সোনা জিতেছেন নিউ গোল্ড জিম হেলথ এন্ড ফিটনেস সেন্টারের মুশরাফি সাহিল।  

গেমসের দ্বিতীয় দিনে অ্যাথলেটিকসে ছিলো সেনাবাহিনীর আধিপত্য। তিনটি পদকই গেছে সেনাবাহিনীর ঘরে। পুরুষ ম্যারাথনে স্বর্ণ পদক জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মো. ফরিদ মিয়া।

তিনি সময় নিয়েছেন ২ ঘন্টা ৪৬ মিনিট ৩৮ সেকেন্ড। ২ ঘন্টা ৪৬ মিনিট ৪০ সেকেন্ড রৌপ্য পদক জিতেছেন ফিরোজ খান। ব্রোঞ্জ পদক জেতা সেনাবাহিনীর আরেক এ্যাথলেট কামরুল ইসলাম সময় নিয়েছেন ২ ঘন্টা ৫৭ মিনিট ৫০ সেকেন্ড।

শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে পুরুষ হ্যান্ডবলে প্রথম ম্যাচে আনসার ৩৯-১৯ গোলে ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়েছে। দ্বিতীয় ম্যাচে চাপাইনবাবগন্জ ৪৫-২৬ গোলে জামালপুর জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করেছে।

এদিকে, সেনাবাহিনীর আধিপত্যের মধ্য দিয়ে শেষ হলো সাইক্লিং এর প্রথম দিন। এদিন তিন ইভেন্ট স্বর্ণের নিষ্পত্তি হয়েছে। ৬০ কিলোমিটার টিম টাইম ট্রায়ালের পুরুষ বিভাগে শিরোপা জিতেছে আর্মি। সময় নিয়েছে এক ঘন্টা ৩২ মিনিট ৫ সেকেন্ড। বাংলাদেশ জেল হয়েছে ২য় আর তৃতীয় স্থানে থেকে ফিনিশিং লাইন শেষ করেছে চট্টগ্রাম।  

৩০ কিলোমিটার টিম টাইম ট্রায়ালের নারী বিভাগেও সবাইকে ছাড়িয়ে সেনাবাহিনী। ৫৩ মিনিট ২৫ দশমিক দুই এক সেকেন্ডে পড়ি দিয়েছে এই দূরত্ব। দ্বিতীয় হয়েছে আনসার আর তৃতীয় চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা। আর ইন্ডিভিজুয়াল রোড টাইম ট্রায়ালের পুরুষ বিভাগে স্বর্ণ জয় রকিবুল হাসানের। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এ সাইক্লিস্ট সময় নিয়েছেন ৪৫ মিনিট ৫৯ দশমিক ৯ সেকেন্ড।

বডি বিল্ডিংয়ের পুরুষ জুনিয়র ওপেন বিভাগে সোনা জিতেছেন নিউ গোল্ড জিম হেলথ এন্ড ফিটনেস সেন্টারের মুশরাফি সাহিল। রুপা জিতেছেন গ্যালাক্সি জিমের মো. রেদোয়ান। ব্রোঞ্জ জিতেছেন  বাংলাদেশ বডিবিল্ডিংয়ের হযরত আলী অনিক।

এদিকে, শুটিংয়ে ৫০ মিটার প্রোন জুনিয়র মহিলা ইভেন্টে প্রথম স্বর্ণ পদক জেতেন আমিরা হামিদ।


হেফাজতের বিক্ষোভ, পুলিশের রাবার বুলেট-লাঠিচার্জ, আহত ১৫

নৌ পথে আগের মতোই গাদাগাদি করে যাত্রী পরিবহন, অথচ ভাড়া বৃদ্ধি

ভ্যানে চাকায় ওড়না পেচিয়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু

দেশে করোনা শনাক্তে ফের রেকর্ড


news24bd.tv / কামরুল