তিনটা ঘটনা সত্য নয়, নাকি এমন পরিস্থিতিতে মিথ্যা বলা জায়েজ আছে?

সাইদুল ইসলাম সাঈদ

তিনটা ঘটনা সত্য নয়, নাকি এমন পরিস্থিতিতে মিথ্যা বলা জায়েজ আছে?

Other

মাথায়তো ধরে না; হেফাজত নেতা মামুনুল হক প্রথমে বললেন হোটেলে সাথে থাকা নারী তার স্ত্রী। এরপর বড় বউকে ফোন দিয়ে বললেন, পরিস্থতির কারণে বন্ধুর স্ত্রীকে নিজের স্ত্রী পরিচয় দিয়েছেন।   

এরপর আবার নিজের অফিসিয়াল ফেসবুক স্টেটমেন্টে লাইভে বললেন, একান্ত পারিবারিকভাবে বন্ধু জাফর শহীদুল ইসলামের বউকে বিয়ে করেছেন। মেয়েটা তার যে নাম বলছে তার সাথে মামুনুলের বলা নামেরও মিল নেই আসলে কোনটা মিথ্যা।

 


বড় ও মেজ ভাইকে সঙ্গে নিয়ে ফেসবুক লাইভে যা বললেন মাওলানা মামুনুল হক (ভিডিও)

স্ত্রীকে নিয়ে বেড়াতে এসেছিলাম, আমি হেনস্তার শিকার: মাওলানা মামুনুল হক

আমরা রেস্ট করতে এসেছিলাম-নাগরিক টিভিকে বলেছেন জান্নাত আরা (ভিডিও)

মামুনুল হকের সমর্থকরা সেই রিসোর্ট ভাঙচুর চালাচ্ছে (ভিডিও)


এখানে তিনটা ঘটনা সত্য নয়। নাকি এমন পরিস্থিতিতে মিথ্যা বলা জায়েজ আছে?

সাইদুল ইসলাম সাঈদ, সিনিয়র রিপোর্টার, জিটিভি

news24bd.tv নাজিম