মামুনুলের যৌন কেলেঙ্কারি হেফাজতের রাজনৈতিক আকাঙ্খার 
মূলে কালি মেখে দিয়েছে

একরামুল হক

মামুনুলের যৌন কেলেঙ্কারি হেফাজতের রাজনৈতিক আকাঙ্খার মূলে কালি মেখে দিয়েছে

Other

রাজনীতিতে ঐতিহাসিক ভুল!

১৯৭১ সালে জামায়াতকে যুদ্ধাপরাধের মতো ঐতিহাসিক ভুলের জন্য মাশুল গুনতে হবে অনন্তকাল। স্বাধীনতার ৫০ বছর পরও এই দলটি মানুষের সমর্থন পায়নি। বরং দলটিকে ঘৃণার চোখে সবাই দেখে।  

১৯৭৫ সালে আওয়ামী লীগও একটি বড় রাজনৈতিক ভুল করেছিল।

তখন সংসদে সব দল বিলুপ্ত করে বাকশাল কায়েম করা হয়। এ জন্য নানা সময় দলটি কঠিন সমালোচনার শিকার হয়ে আসছে। ফলে টানা ২১ বছর ক্ষমতার বাইরে ছিল দলটি।  

বিএনপিও দুটি মারাত্মক ভুল করেছে।

প্রথমত, ২০০৪ সালের ২১ আগস্ট  গ্রেনেড হামলা চালিয়ে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালানো হয়। বিএনপির শীর্ষ নেতৃত্ব এই হামলার সঙ্গে জড়িত বলে আদালতে প্রমাণিত হয়েছে।  


১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউননের চিন্তা করছে সরকার: কাদের

ব্রাহ্মণবাড়িয়ার ৯ থানা, ১২ পুলিশ ক্যাম্প ও ফাঁড়িতে এলএমজি নিয়ে প্রস্তুত পুলিশ

মাওলানা মামুনুলের ফেসবুক পেজে নেই সেই লাইভ ভিডিও

খুব অকথ্য এসব ফিলিংস!


এই রাজনৈতিক ভুলের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে দলটিকে। এছাড়া ১০ ট্রাক অস্ত্র পাচারের চেষ্টায় দলটি একটি দেশের চাপে পড়ে ভুগছে।  

দেশে প্রায় সব বিরোধী দল কোণঠাসা অবস্থায় রয়েছে। সরকার তাঁদের চেপে ধরেছে। এর মধ্যে তৃতীয় শক্তি হিসেবে উত্থান ঘটে হেফাজতে ইসলামের। সংগঠনটির প্রভাবশালী নেতা মামুনুলের ব্যক্তিগত যৌন কেলেঙ্কারি হেফাজতের রাজনৈতিক আকাঙ্খার মূলে কালি মেখে দিয়েছে আজীবনের জন্য।  

সস্তা ধর্মীয় সেন্টিমেন্টের রাজনীতির এবার মনে হয় একটি দফারফা হয়ে গেল। অনেকটা বিএনপির ভারত বিরোধী রাজনীতির মতো।  

শুভরাত্রি।

একরামুল হক, সাংবাদিক (ফেসবুক থেকে নেওয়া)

news24bd.tv নাজিম