ব্যাংকে লেনদেন ৩টা পর্যন্ত, কাল থেকে সব বন্ধ

ব্যাংকে লেনদেন ৩টা পর্যন্ত, কাল থেকে সব বন্ধ

নিজস্ব প্রতিবেদক

সরকারি নির্দেশনায় আগামিকাল ১৪ এপ্রিল বুধবার থেকে ৭ দিনের লকডাউনে যাচ্ছে দেশ। এসময় সরকার ঘোষিত সব কিছুর পাশাপাশি বন্ধ থাকছে সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। সে অনুসারে আজ মঙ্গলবার ব্যাংকগুলোর শেষ কার্যদিবস।

শেষ কার্যদিবসে ব্যাংকগুলো খোলা থাকবে বিকেল ৫টা পর্যন্ত।

গ্রাহকদের কথা চিন্তা করে বিকেল ৩টা পর্যন্তই লেনদেন করা যাবে। লকডাউনের কারণে সকাল থেকেই ব্যাংকের সামনে দীর্ঘ লাইন দেখা যায়।

আরও পড়ুন


জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ সন্ধ্যায়

শহর থেকে দলে দলে গ্রামে ছুটলে লকডাউনের মানে হয় না

‘দ্রুত মার্কিন সেনা বহিষ্কার ইরাকে স্থিতিশীলতা ফিরবে’

হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের আজীবন সদস্য হলেন কানাডা প্রবাসী মাহমুদ


বেশির ভাগ ব্যাংকেই বাইরে গ্রাহকের লম্বা লাইন। ব্যাংক সংশ্লিষ্ট ব্যক্তিরা জানালেন, গ্রাহকের চাপ রয়েছে, তবে স্বাস্থ্যবিধি মেনে ব্যাংকের ভেতরে প্রবেশ করানো হচ্ছে বলে বাইরে গ্রাহকের লাইনটা বড় হচ্ছে।

এর আগে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন শুরুর আগে চাপ বাড়তে পারে, এ কারণে গতকাল সোমবার রাতে ব্যাংকের লেনদেনের সময়সীমা বাড়ানোর এই সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।

news24bd.tv আহমেদ