বাংলাদেশের মানুষ কি দুটো খাওয়ার আশায়  ভারতে চলে যাচ্ছে?

বাংলাদেশের মানুষ কি দুটো খাওয়ার আশায় ভারতে চলে যাচ্ছে?

Other

কলকাতার আনন্দবাজার ডিজিটালে আজ (১৩ এপ্রিল) ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। অভীক সরকারের নেওয়া সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন- “বাংলাদেশের উন্নয়ন সীমান্ত এলাকার নিচুতলায় পৌছায়নি। ফলে গরিব মানুষ এখনো খেতে পাচ্ছে না। সে কারণেই বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ চলছে।

“  

এই ভদ্রলোক কেবল মন্ত্রীই নন, তিনি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাবেক সভাপতি, এখনও দলের সবচেয়ে ক্ষমতাধরদের একজন। এমন একজন নেতা যখন প্রতিবেশি রাষ্ট্র সম্পর্কে এমন মন্তব্য করেন, তখন তা নিয়ে চিন্তা করতেই হয়।

আসলেই কি এদেশের গরিব মানুষেরা এখনো খেতে পাচ্ছে না? বাংলাদেশের মানুষ কি দুটো খাওয়ার আশায় দলে দলে ভারতে চলে যাচ্ছে? ভারতের গরিব মানুষেরা কি আমাদের চেয়ে অনেক ভালো আছে? 

জানতে ইচ্ছা করে, অমিত শাহের এমন বক্তব্যকে আমাদের সরকার কিভাবে মূল্যায়ন করে?

news24bd.tv/আলী