পাকিস্তানে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

পাকিস্তানে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

অনলাইন ডেস্ক

ভারতের মতো পাকিস্তানেও বাড়ছে মহামারি করোনার প্রকোপ। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

দেশটির প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য ডন জানিয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। করোনা মহামারী শুরুর পর এটিই পাকিস্তানে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

 

 এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হয়েছে ১৬ হাজার ৯৯৯ জনের। এর আগে ২০২০ সালের ২০ জুন পাকিস্তানে এক দিনে সর্বোচ্চ ১৫৩ জনের মৃত্যু হয় করোনায়।


আরমানিটোলা অগ্নিকাণ্ড: প্রাণ গেল আরও একজনের

ভারতে অক্সিজেন সংকট, পাশে দাঁড়াল সৌদি আরব

বিচারক পরিচয়ে প্রেম, অত:পর ধর্ষণ

ফিতরার গুরুত্ব ও ফজিলত


ওয়ার্ল্ডোমিটারে রোববার সকালে প্রকাশিত তথ্যে আরও জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পাকিস্তানে করোনার নতুন রোগী শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৯০৮ জন। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত সংখ্যা সাত লাখ ৯০ হাজার ১৬ জন।

আক্রান্তের হিসেবে দেশটিতে মৃত্যু হার ২ দশমিক ২ ভাগ।

news24bd.tv নাজিম