মাস্ক না পরায় থাই প্রধানমন্ত্রীকে জরিমানা

মাস্ক না পরায় থাই প্রধানমন্ত্রীকে জরিমানা

অনলাইন ডেস্ক

বৈঠকে মাস্ক না পরার দায়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান-ওচাকে ছয় হাজার বাথ বা বাংলাদেশি টাকায় প্রায় ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার ব্যাংককের গভর্নর আশ্বিন কোয়ানমুয়াং তার ভেরিফাইড ফেসবুক পেইজে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি যে এটা আমাদের করোনাবিধির লঙ্ঘন। এ জন্য তাকে জরিমানা করা হয়েছে।

’ খবর রয়টার্সের।


গোপালগঞ্জে প্রাইভেটকার-ট্রাক সংঘর্ষে যুবক নিহত

শেরপুরে হেফাজতকর্মী গ্রেপ্তার

গীতিকবি ওসমান শওকত না ফেরার দেশে

রিকশা ও নৌকা সবচেয়ে কোভিড সেইফ যানবাহন!


সম্প্রতি থাই প্রধানমন্ত্রীর ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করা হয়। এতে দেখা যায়, তিনি মাস্ক ছাড়া উপদেষ্টা কাউন্সিলের একটি বৈঠকে উপস্থিত রয়েছেন। এটি ফেসবুকে ছড়িয়ে পরার পর তাকে জরিমানা করা হয়।

পরে অবশ্য ছবিটি মুছে ফেলা হয়।

প্রধানমন্ত্রী প্রায়ুথ এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। তবে ফেইসবুকে পোস্ট করা বৈঠকের ছবিতে একমাত্র তাকেই মাস্ক ছাড়া দেখা যায়। বাকি সবার মুখে মাস্ক ছিল।  

news24bd.tv নাজিম