৩ লাখ ছাড়ানোর নয় দিনের মাথায় ৪ লাখ সংক্রমণে ভারত!

৩ লাখ ছাড়ানোর নয় দিনের মাথায় ৪ লাখ সংক্রমণে ভারত!

অনলাইন ডেস্ক

ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে চার লক্ষ। শুধু ভারত নয়, গোটা বিশ্বেই প্রথম কোন একটি দেশে একদিনে আক্রান্তের শনাক্তের সংখ্যা চার লাখ ছাড়িয়েছে।

দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়ানোর ৯ দিনের মাথায় তা ৪ লক্ষে পৌঁছে গেছে। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে গত এক সপ্তাহে কীভাবে বেড়েছে দেশটির করোনা সংক্রমণ।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১ হাজার ৯৯৩ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৫২৩ জনের।

এ নিয়ে দৈনিক আক্রান্তের সংখ্যায় গত দু’সপ্তাহের বেশি সময় ধরে বিশ্বের শীর্ষে রয়েছে ভারত। দেশটিতে এ নিয়ে মোট আক্রান্ত হলেন ১ কোটি ৯১ লক্ষ ৬৪ হাজার ৯৬৯ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২ লক্ষ ১১ হাজার ৮৫৩ জন।


আরও পড়ুনঃ


কলার পুষ্টিগুণ

ইফতারে প্রশান্তি পেতে বাঙ্গির শরবত

করোনা আক্রান্ত স্ত্রীকে দিয়ে ভয় দেখিয়ে পাওনা টাকা আদায়!

খেলা কি বন্ধ হয়? খেলবো মনে করলেই খেলা হবে: অনুব্রত মন্ডল


এই মুহূর্তে দেশটিতে সক্রিয় রোগী রয়েছেন ৩২ লক্ষ ৬৮ হাজার ৭১০ জন। এই পরিস্থিতিতেই ভারতে চলছে টিকাকরণ। যদিও গত কয়েকদিনে টিকা দেওয়া হয়েছে অনেক কম। তবে এখন পর্যন্ত প্রায় সাড়ে ১৫ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে দেশটিতে।

news24bd.tv / নকিব