কর্ণাটকে অক্সিজেনের অভাবে ২৪ জনের মৃত্যু

কর্ণাটকে অক্সিজেনের অভাবে ২৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

আবারও অক্সিজেনের অভাবে হাসপাতালে রোগীর মৃত্যু দেখলো ভারত। ভারতের কর্নাটক রাজ্যের চামরাজনগর জেলা হাসপাতালে অক্সিজেন সংকটে অন্তত ২৪ রোগীর মৃত্যু হয়েছে।

রবিবার (০২ মে) রাত ১২টা থেকে ভোর ২টার মধ্যে অক্সিজেনের ঘাটতি দেখা দেওয়ায় তাদের মৃত্যু হয়। সোমবার (০৩ মে) রাজ্যটির এক কর্মকর্তা এ তথ্য জানান।

কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিউরাপ্পা এ ঘটনা কর্মকর্তাদের তদন্ত করার নির্দেশ দিয়েছেন ।

এনডিটিভির এক খবরে জানা গেছে, হাসপাতালটিতে বর্তমানে ১৪৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।  


আরও পড়ুনঃ


ট্রিও মান্ডিলি: এক আধুনিক রূপকথার গল্প

সিংহের প্রজনন বন্ধ করছে দক্ষিণ আফ্রিকা

সভায় সংলাপ দিয়ে শুধু হাততালিই পেলেন মিঠুন?

উত্তর কোরিয়ায় সস্তায় চিকিৎসা সরঞ্জাম ক্রয়: কর্মকর্তার মৃত্যুদণ্ডসহ তিন প্রজন্মের শাস্তি


এদিকে এক ‍টুইটে এ ঘটনা তুলে ধরে ভারতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী করোনা মোকাবিলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদক্ষেপের সমালোচনা করেছেন।

news24bd.tv / নকিব