যশোরে আন্তঃজেলা গণপরিবহন চালু

যশোরে আন্তঃজেলা গণপরিবহন চালু

Other

রোজার ঈদ সামনে রেখে শর্ত সাপেক্ষে সারা দেশের ন্যায় যশোরেও জেলার অভ্যন্তরে আজ থেকে চালু হলো গণপরিবহন। সকালে বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া বাসগুলোতে বাড়তি ভাড়া নিলেও যাত্রী নেয়া হচ্ছে অর্ধেক।  

তবে ভোগন্তিতে পড়তে দুর পাল্লার হচ্ছে যাত্রীদের। ভেঙ্গে ভেঙ্গে বাস পরিবর্তন করে গন্তব্যে যাওয়ার করেনার ঝুকি বেড়ে যাচ্ছে।

মহাসড়কে কিছু কিছু দুর পাল্লার পরিবহন চলতে দেখা গেলেও প্রশাসনের কোন অভিযান দেখা যায়নি।

করোনা ভাইরাসের বিস্তার কমাতে গেল ৫ এপ্রিল লকডাউনের বিধিনিষেধ জারি হয়। ১৪ এপ্রিল থেকে শুরু হয় কঠোর লকডাউন। তখন থেকেই সড়কপথে যাত্রী পরিবহন বন্ধ।

আরও পড়ুন:


ট্রিও মান্ডিলি: এক আধুনিক রূপকথার গল্প

রোজার সৌন্দর্যে ​মুগ্ধ হয়ে ভারতীয় তরুণীর ইসলাম গ্রহণ

আইপিএল নেই, বাড়ি ফিরে যা করতে চান কোহলি

এক সপ্তাহে বিশ্বে করোনা আক্রান্তের অর্ধেকই ভারতে, মৃত্যু এক-চতুর্থাংশ


news24bd.tv / কামরুল