প্রথমবারের মতো হাজরে আসওয়াদের স্বচ্ছ ছবি প্রকাশ করল সৌদি কর্তৃপক্ষ

অনলাইন ডেস্ক

ইতিহাসে এই প্রথমবারের মতো প্রকাশিত হলো কাবা শরীফে অবস্থিত হাজরে আসাদের স্ফটিক স্বচ্ছ ছবি। স্থানীয় সময় সোমবার জান্নাতি এই পাথরের সবচেয়ে স্বচ্ছ ছবি প্রকাশ করেছে সৌদি তথ্য মন্ত্রণালয়।

আরব নিউজ জানায়, করোনা মহামারীর সময়ে হাজরে আসওয়াদের কাছে ভিড় না থাকার সুযোগে পবিত্র পাথরটির ছবি তুলে নেয় সৌদি সরকারের দুই পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্সির ইঞ্জিনিয়ারিং বিভাগ। প্রত্যেকটি ছবি তৈরী করতে সময় লেগেছে ৭ ঘন্টা।

১৬০ গিগাবাইটের একেকটি ছবি ছিল অবিশ্বাস্য ৪৯ হাজার মেগাপিক্সেলের।

এর পর ফোকাস স্ট্যাকিং নামের একটি কৌশলের মাধ্যমে ৫০ ঘন্টা লাগিয়ে ছবিগুলো শার্প করা হয়। আর তারপর এক প্রেস বিজ্ঞপিতে ছবিগুলো প্রকাশ করে সৌদি তথ্য মন্ত্রণালয়।  

কাবাঘরের দেয়ালে বিশেষভাবে স্থাপনকৃত এই পাথরটি বেহেশতের মর্যাদাপূর্ণ একটি পাথর হিসেবে বিশ্বাস করা হয়।

হজ করতে গিয়ে এতে সরাসরি বা ইশারার মাধ্যমে চুম্বন করে থাকেন হাজীরা।

news24bd.tv/আলী