দুনিয়ার কোথাও তো বয়স যোগ‍্যতার মাপকাঠি নয়?

দুনিয়ার কোথাও তো বয়স যোগ‍্যতার মাপকাঠি নয়?

Other

দেশের পাবলিক ইউনিভার্সিটিতে কি কোন শিক্ষকের ছাত্র, সেই শিক্ষকের আগে প্রফেসর হতে পারে? বা হয়েছে?  আমি দেখিনি। এবং আমার জানা মতে কোন উদাহরণ নেই।

যদি না হয়ে থাকে, তাহলে সেটার কারণ কি? 

বয়স কি যোগ‍্যতার কোন মাপকাঠি? দুনিয়ার কোথাও তো বয়স যোগ‍্যতার মাপকাঠি নয়? কিংবা সার্ভিস পিরিয়ডও যোগ‍্যতার মাপকাঠি নয়।  
পিএইচডি করার সময় ডিপার্টমেন্টের হেড ছিলেন পার উঙ্গার।

তিনি কখনো প্রফেসর হতে পারেননি। কিন্তু তার পরে জয়েন করা বহু শিক্ষক প্রফেসর হয়ে গিয়েছিলো।   

এমন বহু উদাহরণ আমি দেখেছি।
কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে এটা আরো কমন! বয়স কিংবা সার্ভিস পিরিয়ড যোগ‍্যতার মাপকাঠি হয় না।

আমেরিকার প্রতিষ্ঠানগুলোতে যে কাজ করি, এখানে প্রমোশনের জন‍্য কোন নিদির্ষ্ট সময় বাঁধা নেই।  

আমি যদি জেনেই থাকি যে, চাকরির তিন বছর না হলে আমার প্রমোশন হবে না, তাহলে আমার ভিতর ড্রাইভিং ফোর্স থাকবে না। আমার ভিতর কাজের নেশা থাকবে না। আমার ভিতর কমিটমেন্ট, ইনোভেশন, সিন্সিয়ারিটি এগুলো হ্রাস পাবে। অর্থাৎ নেট প্রোডাক্টিভিটি কমে যাবে। আর নেট প্রোডাক্টিভিটি কমে গেলে প্রতিষ্ঠান ঝিমিয়ে পড়ে।

আমাদের সচিবালয়, পুলিশ প্রশাসন কিংবা অন‍্যান‍্য সরকারী প্রতিষ্ঠানেও কি একই অবস্থা? সেখানেও কি বয়স কিংবা সার্ভিস টাইম দেখে প্রমোশন হয়? সার্ভিস টাইম যদি প্রমোশনের অন‍্যতম ক্রাইটেরিয়া হয়, তাহলে একজন মানুষ তো চাকরিকে ইনজয় না করে শুধু সাল গণনা করবে।  
বয়স যদি যোগ‍্যতার মাপকাঠি হয়, তাহলে সেখানে আধুনিক ও বৈশ্বিক চ‍্যালেঞ্জ নেয়ার মতো মানুষ তৈরি হয় না। ইমপসিবল! 

রউফুল আলম, নিউজার্সি, যুক্তরাষ্ট্র।

(মত ভিন্ন মত বিভাগের লেখার আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব। এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়। )

news24bd.tv/আলী