বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেল চীনের সিনোফার্মের টিকা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেল চীনের সিনোফার্মের টিকা

অনলাইন ডেস্ক

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেয়েছে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিনোফার্মের করোনাভাইরাস প্রতিষেধক টিকা। চীনে উদ্ভাবিত দুইটি টিকার মধ্যে এটিই প্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেল।

শুক্রবার (৭ মে) রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, পশ্চিমা দেশগুলোর বাইরে একমাত্র চীনই এককভাবে দু’টি টিকা সফলভাবে উদ্ভাবনের দাবি করেছে। এরমধ্যে অন্যতম হচ্ছে সিনোফার্মের টিকা।

ইতোমধ্যেই চীনসহ বিশ্বের ৪৫টি দেশের কয়েক লাখ মানুষ সিনোফার্মের টিকা নিয়েছেন। চীনের এই টিকার অনুমোদনের ফলে বিশ্বের দরিদ্র দেশগুলোতে টিকা সরবরাহে গতি আসবে বলছে সংস্থাটি।

জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থাটির পরিচালক টেড্রোস আধানম গেবরিয়াসুস বলেন, আজ বিকেলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া করোনার টিকার তালিকায় সিনোভ্যাককে অন্তর্ভুক্ত করেছে। নিরাপত্তা, কার্যকারিতা ও মানের বিবেচনায় ষষ্ঠ টিকা হিসেবে এটি বৈধতা পেল।


আরও পড়ুনঃ


ট্রিও মান্ডিলি: এক আধুনিক রূপকথার গল্প

আইপিএল নেই, বাড়ি ফিরে যা করতে চান কোহলি

ইসরাইলের বিরুদ্ধে লড়াই করা মুসলিম উম্মাহর ধর্মীয় দায়িত্ব: হুথি নেতা

শত বছরের পুরনো বিয়ের রীতি ভাঙলেন ‘হার্ডকোর ফেমিনিস্ট’ যুবক


বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর আগে ফাইজার-বায়োএনটেক, অ্যাস্ট্রাজেনেকা, জনসন অ্যান্ড জনসন এবং মডার্নার টিকার জরুরি অনুমোদন দিয়েছিল।

এদিকে, কয়েক দিন আগে বাংলাদেশ সরকারও চীনের সিনোফার্মের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয়। চলতি মাসের মধ্যেই চীন সরকারের উপহার হিসেবে এই টিকার পাঁচ লাখ ডোজ দেশে আসতে পারে বলে জানিয়েছে সরকার।

news24bd.tv / নকিব