পৃথিবীতে আছড়ে পড়তে যাচ্ছে চীনা রকেট, দেখা যাচ্ছে লাইভে

পৃথিবীতে আছড়ে পড়তে যাচ্ছে চীনা রকেট, দেখা যাচ্ছে লাইভে

অনলাইন ডেস্ক

চীনা রকেটের ধ্বংসাবশেষ এই সপ্তাহের মধ্যেই অনিয়ন্ত্রিতভাবে পৃথিবীতে আছড়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছিলো। তবে ঠিক কখন এবং পৃথিবীর কোন অংশে এটি আছড়ে পড়বে সেটা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছিলো না। এরই মধ্যে নতুন তথ্য দিলো স্পেস ডেইলি নামের একটি ফেসবুক পেজ। পেজটিতে রকেটের ধ্বংসাবশেষের আঁচড়ে পড়ার লাইভ দেখাচ্ছে।

এর আগে, শুক্রবার (০৭ মে) সন্ধ্যায় এক টুইটবার্তায় মার্কিন এয়ারোস্পেস কর্পোরেশন জানায়, রোববার জিএমটি ০৪.১৯ মিনিটের আট ঘণ্টা আগে বা আট ঘণ্টা পরে চীনের লং মার্চ ৫বি রকেটটির ধ্বংসাবশেষ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে।

সিওআরডিএস-র অনুমানে পুনঃপ্রবেশের সম্ভাব্য অঞ্চল হিসেবে নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের আশেপাশের কথা বলা হয়েছে। সঙ্গে এটাও বলা হয়, পৃথিবীতে প্রবেশ পথের যে কোনো জায়গায় রকেটের ধ্বংসাবশেষটি আঁচড়ে পড়তে পারে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এমন খবর জানা যায়।

 

খবরে বলা হয়, গত মাসে চীনের নতুন মহাকাশ স্টেশনের প্রথম মডিউলটি নিয়ে কক্ষপথে রওনা দেয় লং মার্চ ৫বি নামে রকেটটি।

লাইভ দেখতে এখানে ক্লিক করুন

news24bd.tv নাজিম