ঈদের আগে হঠাৎ করেই বাড়লো সোনার দাম

ঈদের আগে হঠাৎ করেই বাড়লো সোনার দাম

অনলাইন ডেস্ক

দেশের বাজারে হঠাৎ করেই বাড়লো সোনার দাম। বিশ্ববাজারে সোনার দাম বাড়ায় সোমবার (১০ মে) জরুরী সভা করে প্রতি ভরিতে ২৩৩৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির একটি সূত্রটি জানিয়েছে, আজ কার্যনির্বাহী কমিটির সভা করে প্রতি গ্রাম স্বর্ণের দাম ২০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে ভরিতে স্বর্ণের দাম বাড়বে ২৩৩৩ টাকা।

সংগঠনটির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়া জানান, জরুরি পরিস্থিতি বিবেচনা করে ঈদের আগে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে।


আরও পড়ুনঃ


বিক্ষোভে বাড়ল ঈদের ছুটি

ফ্রান্সের ইকুইহেন বিচ: উল্টানো নৌকার নিচে বসবাস

ভারতে শ্মশান থেকে মৃতদের কাপড় চুরি, আটক ৭

মৃত্যুর আগে বাবাকে ফোনে জানালেন ধর্ষণের কথা!


বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার থেকে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে ৭১ হাজার ৪৪৩ টাকা বিক্রি হবে। ২১ ক্যারেটের স্বর্ণ ৬৮ হাজার ২৯৩ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৫৯ হাজার ৫৪৪ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৪৯ হাজার ২২ টাকায় বিক্রি হবে।

news24bd.tv / নকিব

এই রকম আরও টপিক