যশোরের ঝিকরগাছায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে লিটন নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। আওয়ামী লীগ নেতা ওমর আলী হত্যাকাণ্ডের অন্যতম আসামি ছিলেন তিনি।
সোমবার দিনের কোনো এক সময়ে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে তিনি আহত হন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিস্ফোরণে আহত হওয়ার পর বাড়িতেই গোপনে চিকিৎসা নিয়েছিলেন লিটন।
লিটন ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের পাঁচপোতা গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল ওহাবের ছেলে ও বর্তমানে পাঁচপোতা ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। লিটনের বাড়ি উপজেলার হাজিরবাগ ইউনিয়নের হাঁড়িয়াখালি পাঁচপোতা গ্রামে। তিনি স্থানীয় ওয়ার্ডের সদস্য।
আরও পড়ুন
সোহরাওয়ার্দী উদ্যানের আরও ৫০টি গাছ কাটা হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী
বুধবার চীন থেকে আসছে করোনার টিকা: স্বাস্থ্যমন্ত্রী
সাতক্ষীরার দেবহাটার একটি বাগান থেকে গৃহবধুর লাশ উদ্ধার
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৪ দিন
যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বলেন, বাড়ির পাশে বাগানে বসে বোমা তৈরির সময় বিস্ফোরণে লিটনের দুই হাত ও শরীর ক্ষতিগ্রস্থ হয়। পরিবারের লোকজন তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার্ড করেন চিকিৎসকরা। ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি। মরাদেহ যশোর ২৫০ শয্যা হাসপাতালে ময়নাতদন্ত করা হবে।
news24bd.tv আহমেদ