ভদ্রলোকদের এক কথা!

ভদ্রলোকদের এক কথা!

Other

ঈদে নাড়ি ও নারীর টানে গ্রামমুখী সাধারণ মানুষের ফেরিতে ভিড় করা নিয়া ভদ্রলোকদের সমাজে বেজায় সমালোচনা চলতেছে।

আমিও এক নারীর টানে, শাড়ি কিনতে আজ উত্তরার আড়ংয়ে গেসিলাম। গিয়া দেখি রীতিমত গুলিস্তানের  নিক্সন মার্কেট দশা। পশ্চিম দিকে গেটে বিরাট ক্যাচালও লাগছে।

এক শিক্ষিত দম্পতি (!) তাদের কয়েক মাস বয়েসি শিশু কোলো নিয়া কেনাকাটা করতে আসছেন। শিশুটির মুখে মাস্ক নেই। এতো ছোট বাচ্চার মুখে এটা দিয়া রাখাও সহজ নয়। সিকিউরিটি সে বাচ্চাসহ ঢুকতে দেবে না।
আর তারা ঢুকবেনই। এ দিকে আমাদের লাইন পড়ে গেছে। শেষে ভদ্রলোক গেটের বাইরে শিশুটিকে কোলে নিয়া এই শর্তে পাহারা দিতে রাজি হইলেন, যদি আর কোনো দম্পতিতে শিশুসহ ঢুকতে দেয়া হয় তবে তিনি দেখে নেবেন। আড়ংয়ের কারও চাকরিই থাকবে না!

ভেতরে ঢুকে চোখ চড়ক গাছ। বেজায় লোক গিজ গিজ করতেছে। ফলত আতঙ্কে তাড়াহুড়ো করে সীমিত পরিসরে কাম সেরে পালায়া আসছি।

অখনে যদি আমরার করোনা হয় তাহলেও দেখে নেবো। আড়ংয়ের কারও চাকরি থাকবে না।

ভদ্রলোকদের এক কথা!

শোয়াইব জিবরান কবি, লেখক, শিক্ষক

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর