ঈদের দিনে চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত, রাস্তায় কোমর পানি

ঈদের দিনে চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত, রাস্তায় কোমর পানি

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে ঈদের দিনে পানির নিচে রয়েছে নগরীর নিম্নাঞ্চলের বেশির ভাগ অংশ। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৭ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

শুক্রবার (১৪মে) সকাল সাড়ে ৯টা থেকে বৃষ্টি শুরু হয়। এ সময় প্রায় দেড় ঘণ্টারও বেশি বৃষ্টি ছিল।

সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে চট্টগ্রামের প্রবর্তক মোড়, আগ্রাবাদ সিডিএ, চকবাজার, আবাসিক এলাকা, দুই নম্বর গেইট, খাতুনগঞ্জ, বহদ্দারহাটসহ অধিকাংশ নিম্নাঞ্চলের সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

একই সাথে এসব এলাকার দোকানপাটে পানি ঢুকে যায়। আর জলাবদ্ধতার কারণে পানি মাড়িয়ে অতিরিক্ত রিকশা ভাড়া দিয়ে ঈদের দিন চলাচল করতে হয় নগরবাসীদের।


আরও পড়ুনঃ


গ্রহাণু ঠেকাতে অন্তত পাঁচ বছর সময় লাগবে: নাসা

তাহসান-মিথিলার ‘সারপ্রাইজ’-এর রহস্য উন্মোচন, আড়ালে অন্য কেউ

ইসরায়েলের হামলা নিয়ে নোয়াম চমস্কির টুইট

ইসরায়েলের হামলা মানবতাবিরোধী অপরাধ: মিয়া খলিফা


আজ সন্ধ্যার দিকে আবার বৃষ্টি হতে পারে।

এছাড়া মধ্যরাতে আবারও মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

news24bd.tv / নকিব

এই রকম আরও টপিক