সাংবাদিক রোজিনাকে নিয়ে জয়া আহসানের স্ট্যাটাস

সাংবাদিক রোজিনাকে নিয়ে জয়া আহসানের স্ট্যাটাস

অনলাইন ডেস্ক

অনুমতি ছাড়া করোনা ভাইরাসের ভ্যাকসিনের সরকারি নথির ছবি তোলার অভিযোগে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টা আটকে রাখার পর শাহবাগ থানা-পুলিশে সোপর্দ করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ব্যাপারে তোলপাড় শুরু হয়েছে। ঘটনাটি নিয়ে মুখ খুলেছেন এপাড়-ওপাড় বাংলার জনপ্রিয় নায়িকা জয়া আহসান। তিনি এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন,

রোজিনা সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গিয়েছিলেন, সিঁধ কাটতে নয়।

দেখতে পেলাম হেনস্তার শিকার হয়ে তিনি মাটিতে পড়ে যাচ্ছেন। এই আমাদের আচরণ! এই আমাদের সভ্যতা!

রোজিনার গলার ওপর চেপে বসা আঙুলগুলো গভীর অর্থময় এক প্রতীকের মতো লাগছে। মনে হচ্ছে, আঙুলগুলো কোনো ব্যক্তির গলায় নয়, বরং বাংলাদেশের বাকস্বাধীনতার কণ্ঠনালিতে চেপে বসেছে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতেই এমন অশুভ একটি ঘটনা আমাদের দেখতে হলো?

রোজিনাকে তাঁর পরিবারের কাছে দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর