ভারত ফেরত শিশুসহ তিনজনের করোনা শনাক্ত

ভারত ফেরত শিশুসহ তিনজনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক

ভারত ফেরত ৬ মাসের এক শিশুসহ তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তারা যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন।

গতকাল রাতে তাদের যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (২০ মে) সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, উন্নত চিকিৎসার জন্য তাদের ভারতে নিয়ে যান স্বজনরা।

সেখান থেকে গত ৫ মে বেনাপোল ইমিগ্রেশন হয়ে দেশে ফেরেন তারা।

এরপর জেলা প্রশাসন ৬ মাসের শিশু, তার মা ও মামাকে বেনাপোলের নিশান হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠায়।

কোয়ারেন্টাইনের ১৪তম দিনে মঙ্গলবার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার রেহনেওয়াজ রনি বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারের আরটি-পিসিআর ল্যাবে ২০০ নমুনা পরীক্ষা করা হয়।

ফলাফলে ভারত ফেরত তিনজনসহ ১৮ জনের করোনা শনাক্ত হয়।

তিনি আরও বলেন, ‘র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নয়জনের মধ্যে দুজন ও ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জনের মধ্যে দুজনের করোনা শনাক্ত হয়েছে

এ ছাড়া গত রাতে যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দিলীপ কুমার সাধু (৫৫) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গত ১৭ মে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

সম্পর্কিত খবর