এইসব বিষয়ে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতামতকে গুরুত্ব দিই না

এইসব বিষয়ে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতামতকে গুরুত্ব দিই না

অনলাইন ডেস্ক

বিশ্বব্যাপী তাণ্ডব চালানো অতিমারি ভাইরাস করোনার সংক্রমণের কারণে দীর্ঘ দিন থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। চলমান লকডাউন শিথিল করায় শিক্ষাপ্রতিষ্ঠানও খুলে দেওয়ার দাবি উঠেছে। এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান চালুর বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ বিশিষ্টজনদের।

বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন নতুনদেশ’র প্রধান সম্পাদক শওগাত আলী সাগর। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন-

গার্মেন্টস কারখানা খোলা আছে বলেই স্কুল-বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে, খুলে দেওয়া যায়- এই  দাবির মধ্যে চিন্তার সীমাবদ্ধতা আছে। পৃথিবীর প্রায় সবদেশেই শিক্ষা প্রতিষ্ঠানে এখন ভার্চ্যুয়াল ক্লাশ হয়, অধিকাংশ ইন ক্যাম্পাস ক্লাশ বন্ধ রয়েছে। কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট, কলকারখানা, দোকানপাট খোলা রয়েছে।

খোলা রাখা প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ নিয়ম করে দেওয়া হয়েছে সেগুলো তাদের অনসুরণ করতে হয়।

বাংলাদেশের স্কুল, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া যায় কী না, খুলে দিলে সম্ভাব্য কি পরিস্থিতি হতে পারে- এ নিয়ে বিশেষজ্ঞদের কোনো মতামত আছে কী? স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি তোলার আগে বিশেষজ্ঞদের মতামত জানা দরকার। এই ব্যাপারে মিডিয়া ক্রেডিবল বিশেষজ্ঞদের মতামত জানার উদ্যোগ নিতে পারে। আমি ক্রেডিবল বিশেষজ্ঞদের কথা বলছি, যারা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে জেনে বুঝে পরামর্শ দেন- তাদের মতামত নেওয়ার কথা বলছি। এইসব বিষয়ে আবেগি কিংবা রাজনৈতিক বিশেষজ্ঞদের মতামতকে আমি একদমই গুরুত্ব দেই না।

লেখক- শওগাত আলী সাগর, প্রধান সম্পাদক, নতুনদেশ, কানাডা।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর