ইয়েমেনি হামলায় সৌদির বিশাল ক্ষয়ক্ষতি

ইয়েমেনি হামলায় সৌদির বিশাল ক্ষয়ক্ষতি

অনলাইন ডেস্ক

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর হামলায় সৌদি আরবের  বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। ইয়েমেনের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরা এ খবর দিয়েছে।

গণমাধ্যমটি জানিয়েছে, ইয়েমেনের সামরিক বাহিনী সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান প্রদেশের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালালে এ ক্ষয়ক্ষতি হয়। পাশাপাশি ইয়েমেনি বাহিনী সৌদি আরবের জিজান অঞ্চলে স্থল অভিযানও চালায়।

  

অভিযানের সময় জিজান অঞ্চলের বেশ কয়েকটি অবস্থান নিয়ন্ত্রণে নেয় ইয়েমেনি সেনারা। পাশাপাশি বহু ভাড়াটে সন্ত্রাসী নিহত হয়। ইয়েমেনি সেনাদের এই অভিযানকে সৌদি আরবের জন্য বড় বিপর্যয় বলে বিবেচনা করা হচ্ছে।

আরও পড়ুন

  পরিস্থিতি অনুকূলে না এলে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না: শিক্ষামন্ত্রী

  নওগাঁয় রেস্তোরাঁর নৈশপ্রহরী খুন

  কুষ্টিয়ায় রাস্তা পার হতে গিয়ে বৃদ্ধ নিহত

  চার দফা ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

 

খবরে বলা হয়েছে, ইয়েমেনি সামরিক বাহিনী অন্তত ৪০টি স্থান দখল করে নেয় এবং সৌদি আরব ও সুদানের ভাড়াটে সেনারা এসব স্থান থেকে পালিয়ে যায়।

ইয়েমেনি সেনাদের হামলায় সৌদি আরবের বহু সম্পদ এবং অস্ত্র ও গোলাবারুদ ক্ষতিগ্রস্ত হয়। সূত্র: পার্সটুডে।

news24bd.tv আহমেদ