এবার ইসরায়েলে আমিরাতের দূতাবাস

এবার ইসরায়েলে আমিরাতের দূতাবাস

অনলাইন ডেস্ক

ইসরায়েলের রাজধানী তেল আবিবে রোববার  দূতাবাস উদ্বোধন করেছে সংযুক্ত আরব আমিরাত। এর মধ্য দিয়ে ২৬ বছর পর প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করল দেশটি।  

হামাসের সঙ্গে ১১ দিনের যুদ্ধ নিয়েও কোনো বিবৃতি দেয়নি সংযুক্ত আরব আমিরাত। যুদ্ধ বিরতির আট দিন পর তারা আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করল।

এর আগে ১৯৯৬ সালে ‘ওয়াদি চুক্তি’র আওতায় ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল জর্ডান। এরপর গত ২৬ বছরে আর কোনো আরব দেশ ইসরায়েলের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করেনি। যদিও অনেকে পরোক্ষভাবে দেশটির সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে।

news24bd.tv/আলী