বিবাহবহির্ভূত সম্পর্ক থাকলেই তিনি ‘খারাপ নারী’ হয়ে যান না

বিবাহবহির্ভূত সম্পর্ক থাকলেই তিনি ‘খারাপ নারী’ হয়ে যান না

অনলাইন ডেস্ক

কোনো নারীর বিবাহবহির্ভূত সম্পর্ক থাকলেই তিনি ‘খারাপ নারী’ হয়ে যান না। কোনো নারীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক থাকলে তার অর্থ এই নয় যে, তিনি ‘খারাপ মা’ বলে মন্তব্য করেছেন  ভারতের পাঞ্জাবের একটি আদালত।

এক মামলার শুনানিতে পঞ্জাবের হরিয়ানা হাইকোর্ট নারীদের সম্বন্ধে আপত্তিকর মন্তব্যের কড়া সমালোচনা করে এই কথা বলেন।

জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়, বিবাহবিচ্ছেদের পর অস্ট্রেলিয়ায় থাকেন এক নারী।

বিবাহবিচ্ছেদের পর মেয়েকে নিজের হেফাজতে রেখে দিয়েছেন ওই নারীর স্বামী। ওই নারী তার বিবাহবিচ্ছেদ ঘটা স্বামীর কাছ থেকে তাদের ৪ বছরের মেয়েকে নিজের হেফাজতে নিতে চান এবং এই মর্মে তিনি আদালতে মামলা করেন। এই মামলার পরিপ্রেক্ষিতে ওই নারীর সাবেক স্বামী আদালতে অভিযোগ করে জানান, তার স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। তার চরিত্র ভালো নয়।
আদালতে তার দাবি, যেহেতু স্ত্রীর চরিত্র নিয়েই প্রশ্ন উঠছে, অতএব তিনি কোনোভাবেই একজন ভালো মা হতে পারেন না।

পুরো বিষয়টি শোনার পরেই পাঞ্জাবের হরিয়ানা হাইকোর্ট জানান , কোনো নারীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক থাকলে তার অর্থ এই নয় যে, তিনি ‘খারাপ মা’ 

news24bd.tv/আলী