মাওলানা মামুনুল হকের বিয়ের বিষয়ে যা জানালেন পুলিশ সুপার

মাওলানা মামুনুল হকের বিয়ের বিষয়ে যা জানালেন পুলিশ সুপার

অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেছেন, হেফাজতের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হকের বিয়ের বিষয়ে রাষ্ট্রীয় আইন বা শরিয়ত আইনে মামুনুল হকের বিয়ে বৈধ হয়নি।

আজ রোববার (০৬ জুন) জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পুলিশ সুপার বলেন, মামুনুল হকের বিয়ের সাক্ষী, কাবিননামা দেনমোহর কোনো লিখিত তথ্য দেখাতে পারেনি। বিয়ের বিষয়ে তথ্য খুঁজতে গিয়ে দেখা যায় তার এই বিয়ে রাষ্ট্রীয় আইন বা শরিয়ত আইনে মামুনুল হকের বিয়ে বৈধ হয়নি।

তিনি বলেন, তার একাধিক বাড়িঘর ও বিপুল পরিমাণ সম্পদ রয়েছে যার কোনো আয়ের উৎস তিনি দেখাতে পারেননি। প্রতি মাসে ১ কোটি টাকা অনুদান পেত। ধারণা করা হচ্ছে সেই অনুদানের টাকা দিয়েই বাড়িঘর করেছেন মামুনুল হক।

আরও পড়ুন:


চলমান বিধি-নিষেধ ‘লকডাউন’ বাড়ল ১৬ জুন পর্যন্ত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত কমল

কেবিনে স্থানান্তর করা হয়েছে বেগম খালেদা জিয়াকে

বঙ্গবন্ধু সেতু থেকে এ পর্যন্ত ৬ হাজার ৩৪৩ কোটি টাকা টোল আদায়


প্রসঙ্গত, হেফাজতের নেতা মামুনুল হক রাজধানীর পাশ্ববর্তী এলাকা নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে গত ৩ এপ্রিল জান্নাত আরা ঝর্ণা নামে এক নারীসহ স্থানীয় লোকজনের হাতে আটক হন মামুনুল হক।

বিষয়টি নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হলে জান্নাত আরাকে দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। যদিও এর সপক্ষে কোনও নথিপত্র দেখাতে পারেননি তিনি।

news24bd.tv / কামরুল