কারিগরি শিক্ষা অধিদফতরে নেবে  ২৮২ জন

কারিগরি শিক্ষা অধিদফতরে নেবে ২৮২ জন

অনলাইন ডেস্ক

কারিগরি শিক্ষা অধিদফতর একাধিক পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম- কারিগরি শিক্ষা অধিদফতর

পদের সংখ্যা- মোট ২৮২টি

কাজের ধরন- পূর্ণকালীন

কর্মস্থল- ঢাকা
পদের নাম- ড্রাফটম্যান, গ্রন্থাগারিক, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, টুলস রুম এটেনডেন্ট, উচ্চমান সহকারী, ইউডিএ কাম ডাটা প্রসেসর, হিসাবরক্ষক, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, লাইব্রেরিয়ান, ড্রাইভার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এলডিএ কাম ডাটা প্রসেসর, হিসাব সহকারী, সহকারী লাইব্রেরিয়ান, ল্যাবরেটরী সহকারী, ল্যাব সহকারী, ল্যাব সহকারী টেক, ইলেকট্রিশিয়ান কাম অপারেটর, ক্যাশ সরকার, ইলেকট্রিশিয়ান ও স্কীডম্যান।

বেতন ও সুযোগ সুবিধা
বেতন প্রদান করা হবে সরকারের বেতন গ্রেড ১০-১৯ অনুসারে।


থাকছে বেতন রীতি অনুসারে অন্যান্য সুবিধা।  

আবেদন যেভাবে
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন http://dter.teletalk.com.bd/admitcard/index.php এই ঠিকানায়।

বিজ্ঞপ্তিটি পড়তে ক্লিক করুন এখানে

আবেদনের সময়
আবেদন শুরু হবে ১৫ জুন, ২০২১

চলবে ১৬ জুলাই, ২০২১ পর্যন্ত

news24bd.tv/আলী