এখন থেকে সব মিটিং বিশ্ববিদ্যালয়ে হবে: নবনিযুক্ত উপাচার্য হাসিবুর রশীদ

এখন থেকে সব মিটিং বিশ্ববিদ্যালয়ে হবে: নবনিযুক্ত উপাচার্য হাসিবুর রশীদ

অনলাইন ডেস্ক

বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের নানা সমস্যা সমাধান নিয়ে আলোচনার পাশাপাশি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য হাসিবুর রশীদ বলেছেন, ‘ঢাকায় লিয়াজোঁ অফিস পুরোপুরি বন্ধ ঘোষণা করেছি। এখন থেকে সব মিটিং বিশ্ববিদ্যালয়ে হবে।

আজ সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেলা ১১টার দিকে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


আরও পড়ুন

তিন সঙ্গীসহ তিনদিন নিখোঁজ ধর্মীয় বক্তা আদনান

মধ্যগগণে ক্রু-যাত্রীদের ধ্বস্তাধস্তি, বিমানের জরুরি অবতরণ

চতুর্থ বিয়ের মধুচন্দ্রিমায় পাহাড়ে যেতে চান শ্রাবন্তী?

দায়িত্ব গ্রহণ করেই যে প্রতিশ্রুতি দিলেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী


উপাচার্য হাসিবুর রশীদ বলেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান বিবেচনায় একাডেমিক যে সমস্যাগুলো আছে, তা দূর করার চেষ্টা করবেন বলে আশ্বাস দেন।

আগামী চার বছরে বিশ্ববিদ্যালয়টি যেন পূর্ণাঙ্গতা পায়, সে ব্যাপারে সরকারের সহযোগিতা আশা করেন উপাচার্য। বিশ্ববিদ্যালয়টিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

news24bd.tv/এমিজান্নাত