আবারো গাজায় ইসরাইলি জঙ্গিবিমানের হামলা

আবারো গাজায় ইসরাইলি জঙ্গিবিমানের হামলা

অনলাইন ডেস্ক

আবারো গাজায় হামলা চালিয়েছে ইসরাইলের জঙ্গিবিমান। খান ইউনুসের পূর্বাঞ্চলীয় মোয়াইন এলাকা এবং গাজার দক্ষিণে আল যেইতুন এলাকায় বোমা হামলা চালিয়েছে ইসরাইলি জঙ্গি বিমান।

ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, গাজা থেকে কয়েকটি আগুনে বেলুন ইহুদিবাদী ইসরাইলের দিকে ছোড়া হয় যার বিস্ফোরণে কয়েক জায়গায় আগুন ধরে যায়। এর প্রতিশোধ নিতেই গাজায় হামাসের সামরিক অবস্থানে বিমান হামলা চালানো হয়েছে।

বায়তুল মোকাদ্দাস বা জেরুজালেমের ওল্ড সিটির কাছে উগ্র ইহুদিবাদীদের পতাকা মিছিল অনুষ্ঠানের মাত্র একদিন পর ইসরাইল গাজায় এ হামলা চালালো। ইসরাইলি বাহিনী প্রতি বছর জেরুজালেমে পতাকা মিছিল বের করে।


আরও পড়ুনঃ

আবু ত্ব-হা আদনানকে খুঁজে দিতে জাতীয় দলের ক্রিকেটার শুভর আহ্বান

গণপূর্ত ভবনে অস্ত্রের মহড়া: সেই আ.লীগ নেতাদের দল থেকে অব্যাহতি

আবারও মিয়ানমারের গ্রামে তাণ্ডব চালিয়েছে সেনাবাহিনী

সুইসদের হারিয়ে সবার আগে শেষ ষোল নিশ্চিত করল ইতালি


ইসরাইল এমন সময় এ বিমান হামলা চালালো যখন সম্প্রতি ১২ দিনের যুদ্ধে গাজার প্রতিরোধ যোদ্ধাদের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও রকেট হামলার ধকল সইতে হয়েছিল ইসরাইলকে এবং শেষ পর্যন্ত যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্র ও মিশরের শরণাপন্ন হয়েছিল তেলআবিব। এ ছাড়া ইসরাইলে ক্ষমতারও পালাবদল হয়েছে।

news24bd.tv / নকিব