নওগাঁয় ২৪ ঘন্টায় করোনায় ৪জনের মৃত্যু

নওগাঁয় ২৪ ঘন্টায় করোনায় ৪জনের মৃত্যু

Other

করোনা সংক্রমণ ঠেকাতে নওগাঁয় চলছে বিশেষ বিধিনিষেধ শেষ দিন আজ। এর মধ্যেই নওগাঁয় বেড়েই চলেছে করোনার সংক্রমণ।  

গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরও চারজনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে আরও ৫৩জন।

এ নিয়ে জেলায় মোট শনাক্ত দাঁড়ালো ৩ হাজার ৭৩৬জন। আর মৃত্যু সংখ্যা দাঁড়ালো ৬৮জনে।

আজ বুধবার বেলা ১২টায় নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর এ মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, র‌্যাপিট এন্টিজেন পরীক্ষায় ২৪৩জনের বিপরীতে ৫১জন এবং আরটিপিসিআর থেকে দুইজনের নমুনার বিপরীতে দুইজনের দেহে করোনা শনাক্ত হয়। নতুন ৫৩ জনের করোনা শনাক্ত হওয়ায় জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৭৩৬জনের ।

যা নতুন শনাক্তের হার ২১.৬ শতাংশ। এ সময় সদর উপজেলার চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৬৮ জনে। আর সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৫৮৮জন।

আরও পড়ুন:


ট্রাকের সব যাত্রীকে নামিয়ে কেবিনের মধ্যে নিয়ে তরুণীকে ধর্ষণ

দেশে দমকা হাওয়া ও বজ্র বৃষ্টির আশঙ্কা

আওয়ামী লীগের জন্মদিন আজ

আওয়ামী লীগ জন্মের ঐতিহাসিক প্রেক্ষিত ও সফলতা-ব্যর্থতা


 

news24bd.tv / তৌহিদ

সম্পর্কিত খবর