শেয়ারবাজারে লেনদেন হবে ব্যাংকের সময়ে মিল রেখে

শেয়ারবাজারে লেনদেন হবে ব্যাংকের সময়ে মিল রেখে

অনলাইন ডেস্ক

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী সোমবার (২৮ জুন) দেশজুড়ে কঠোর লকডাউনে যাচ্ছে সরকার। তবে এখন পর্যন্ত এ সংক্রান্ত সুনির্দিষ্ট কোনো প্রজ্ঞাপন জারি হয়নি।  

প্রজ্ঞাপনে ব্যাংক বন্ধ রাখার নির্দেশনা এলে শেয়ারবাজারও বন্ধ থাকবে। আর যদি ব্যাংক সীমিত সময়ের জন্য খোলা রাখার নির্দেশনা আসে তাহলে শেয়ারবাজারেও সীমিত সময়ে লেনদেন চলবে।

পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) জানিয়েছে, ব্যাংক খোলা থাকলে শেয়ারবাজারে লেনদেন চলবে।

এ বিষয়ে শনিবার (২৬ জুন) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, ব্যাংক খোলা থাকলে শেয়ারবাজারে লেনদেন চলবে। ব্যাংকের লেনদেনের সময়ের সঙ্গে শেয়ারবাজারে লেনদেন সময় নির্ধারণ করা হবে।

আরও পড়ুন:


দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্তের সর্বশেষ তথ্য

ডা.জাফরুল্লাহকে প্রকাশ্যে হুমকি দিল বিএনপির কর্মীরা

খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করলে লকডাউন সফল হবে না: জিএম কাদের

অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী অসুস্থ


news24bd.tv / কামরুল