সিরিয়ায় রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত

রুশ যুদ্ধবিমান।

সিরিয়ায় রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সিরিয়ায় রাশিয়ার জঙ্গিবিমান (সুখোই-৩০) বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছে। আজ রুশ গণমাধ্যম সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এসইউ-৩০এসএস যুদ্ধবিমানটিকে কেউ ভূপাতিত করেনি। সম্ভবত ইঞ্জিনে পাখি ঢুকে যাওয়ায় এটি বিধ্বস্ত হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, জঙ্গিবিমানটি সিরিয়ার হেমেইমিম ঘাঁটি থেকে উড্ডয়নের পর ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়েছে।

দুই পাইলট বিমানটি রক্ষার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়েও ব্যর্থ হন এবং প্রাণ হারান। সম্ভবত বিমানে পাখি ঢুকে পড়ায় এমন ঘটনা ঘটেছে।

হেমেইমিম ঘাঁটিটি সিরিয়ার পশ্চিমাঞ্চলে অবস্থিত এবং রাশিয়া ঘাঁটিটি পরিচালনা করে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সিরিয়ায় সন্ত্রাসী তৎপরতা শুরুর পর থেকে এ পর্যন্ত ৮৬ জন রুশ সামরিক কর্মকর্তা নিহত হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালে সিরিয়ায় বিদেশি মদদে তাকফিরি সন্ত্রাসী তৎপরতা ছড়িয়ে পড়ার পর থেকে তা দমনে মস্কো ও দামেস্কের মধ্যে সহযোগিতা জোরদার হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)
       

   

সম্পর্কিত খবর