কুষ্টিয়ায় আরো ৯ জনের মৃত্যু

কুষ্টিয়ায় আরো ৯ জনের মৃত্যু

Other

কুষ্টিয়ায় টানা ২০ দিন ধরে কঠোর বিধিনিষেধ-লকডাউন চললেও করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। গেল ২৪ ঘণ্টায় কোভিড ডেডিকেটেড করোনা হাসপাতালে আরো ৯ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের করোনা ওয়ার্ডের সেবিকা ইনচার্জ দীপ্তি রানী জানান, মৃতদের মধ্যে ৭ জনই করোনা পজিটিভ রোগী ছিলেন। বাকী ২ জন ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে।

দীপ্তি রানী আরও বলেন, এখন করোনা হাসপাতালে এখন পজিটিভ রোগী আছে ১৯০ জন। আরো ৫৩ জন ভর্তি আছেন করোনা উপসর্গ নিয়ে।

হাসপাতালে করোনা রোগীদের জন্য ২০০ বেডের বাইরেও ৪৩ জন রোগী মেঝে, করিডোর ও বারান্দায় চিকিৎসা দেয়া হচ্ছে। দীপ্তি বলেন, হাসপাতালে অক্সিজেন সংকট নেই, কিন্তু রোগীর চাপ যেভাবে বাড়তে তাতে আগামীতে সংকট দেখা দিতে পারে।

আরও পড়ুন


দেশের ৩০০ সংসদীয় আসনে ৩০০ সিনেপ্লেক্স নির্মাণের দাবি

এক যুগ গবেষণার পর রুই মাছের নতুন জাত উদ্ভাবনে সফলতা

জলাবদ্ধতা আর বিশুদ্ধ পানি সংকটে নাকাল জুরাইন

অতিবৃষ্টিতে ফেনীর মুহুরী নদীর তিন স্থানে বাঁধ ভেঙ্গে ১০ গ্রাম প্লাবিত


এদিকে সারাদেশে শুরু হওয়া লকডাউনের দ্বিতীয় দিনে আজও সকাল থেকে বৃষ্টি হওয়ায় পুলিশ ও মানুষের উপস্থিতি দেখা যায়নি। সকাল ১০টার পর বৃষ্টি কমলে উভয় পক্ষই রাস্তায় নামে। পুলিশ চেক পোস্টে কঠোর অবস্থানে থাকলেও শহরে মানুষের আনাগোনা দেখা গেছে।

news24bd.tv এসএম

এই রকম আরও টপিক