লকডাউনে বিয়ে, মুচলেকা দিয়ে ছাড়া পেল বর-কনে

লকডাউনে বিয়ে, মুচলেকা দিয়ে ছাড়া পেল বর-কনে

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে চলছে কঠোর লকডাউন। আর এই লকডাউনের মধ্যেই বিয়ের আয়োজন করায় এক কমিউনিটি সেন্টারের মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় বর ও কনে পক্ষ মুচলেকা দিয়ে ছাড়া পায়। আদালত পরিচালনায় সহায়তা করে সেনাবাহিনী।

ঘটনাটি সুনামগঞ্জের ছাতকের।

জানা যায়, লকডাউনে স্বাস্থ্যবিধি অমান্য করে বিয়ের আয়োজন করায় উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিরাজগঞ্জ বাজারের জহুরা কমিউনিটি সেন্টারের মালিক আব্দুস সালামকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ছাতকের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম তাপশ শীল।

আরও পড়ুন:


টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৭ জনের মৃত্যু

ইন্সটাগ্রামে প্রত্যেক বিজ্ঞাপনে ১৪ কোটি টাকা নেন রোনালদো

রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আজও ১৭ জনের মৃত্যু

অরূপ সৌন্দর্যে ঘেরা এই দ্বীপ ভ্রমণে লাগবে না কোয়ারেন্টাইন


তিনি জানান, কঠোর বিধি-নিষেধের মধ্যে কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করায় জরিমানা আদায় করা হয়েছে।

news24bd.tv নাজিম