অক্সিজেনের অভাবে মৃত্যু, সংসদে সমালোচনার ঝড়

Other

সাতক্ষীরা ও বগুড়ায় অক্সিজেনের অভাবে মানুষ মারা যাওয়ার ঘটনায় জাতীয় সংসদে সমালোচনার ঝড় উঠে। বিরোধী দলের সংসদ সদস্যদের তোপের মুখে পড়েন স্বাস্থ্যমন্ত্রী। এসময় তার পদত্যাগের দাবিও উঠে।

জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী দিনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অক্সিজেন সংকটের কথা তোলেন বগুড়ার বিএনপির সংসদ সদস্য জি এম সিরাজ।

জানান, তার নির্বাচনী এলাকায় অক্সিজেন ও  হাই ফ্লো নাজাল ক্যানোলার সংকটের কারণে করোনা রোগীদের মৃত্যু ও দুর্ভোগের কথা।   

বিরোধী দলের উপনেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরও  স্বাস্থ্য মন্ত্রণালয়ের নানা অব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন।

জেলা হাসপাতালের চেয়ারম্যান হয়েও এমপিরা দায়িত্ব পালন করেন না-স্বাস্থ্যমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদ জানান বিএনপির সাংসদ হারুনুর রশীদ।
এসময় জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, সাতক্ষীরায় অক্সিজেনের অভাবে এক ঘণ্টায় সাতজন মারা যাওয়ার বিষয়ে তদন্ত  করে  প্রতিবেদন প্রকাশ করার দাবি জানান।

news24bd.tv/আলী