তালেবানের ভয়ে দেশ ছেড়ে পালাচ্ছে আফগান সেনারা

তালেবানের ভয়ে দেশ ছেড়ে পালাচ্ছে আফগান সেনারা

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের উত্তরাঞ্চলের জেলাগুলো একে একে দখলে নিচ্ছে তালেবান যোদ্ধারা। রবিবার রাতভর সংঘর্ষে একাধিক জেলা থেকে সরকারি বাহিনীর তিন শতাধিক সেনা প্রতিবেশী তাজিকিস্তানে পালিয়ে যায়।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তাজিকিস্তান সীমান্তের বদখশান প্রদেশের দিকে তালেবান যোদ্ধারা অগ্রসর হলে সেনারা পালিয়ে যায়। স্থানীয় সময় রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এই ঘটনা ঘটে।

আল-জাজিরার তথ্য অনুযায়ী, দেশটির কেন্দ্র এবং ৪২১টি জেলার মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ এখন বিদ্রোহী সংগঠনটির দখলে।

তাজিকিস্তানের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘ভালো প্রতিবেশী এবং মানবিকতার খাতিরে আমরা আফগান সেনাদের প্রবেশের অনুমতি দিয়েছি। ’


আরও পড়ুন:

কুষ্টিয়ায় করোনায় মৃত হিন্দু ব্যক্তির লাশ সৎকার করলেন মুসলিমরা

১২ দিনের মাথায় অন্যের হয়ে জেল খাটা সেই নারীর মৃত্যু

ঈদে এক কোটির বেশি পরিবার পাবে ১০ কেজি করে চাল

করোনায় এতো মৃত্যু এর আগে দেখেনি বাংলাদেশ


তালেবানের শীর্ষ নেতারা বলেছেন, চুক্তি মোতাবেক আগামী ১১ সেপ্টেম্বরের নির্ধারিত সময়সীমার মধ্যে ওয়াশিংটন আফগানিস্তান থেকে সব সেনা সরিয়ে না নিলে তা হবে চুক্তির ‘সুস্পষ্ট লঙ্ঘন’।

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা অনুযায়ী, দেশটি থেকে সরে যাচ্ছে মার্কিন সেনারা।

news24bd.tv / নকিব