লকডাউনে বিপাকে চট্টগ্রামের দুগ্ধ খামারিরা

Other

চট্টগ্রামের লকডাউনে মিলছেনা দুধের কাঙ্ক্ষিত দাম। ২০ টাকা লিটারেও মিলছেনা ক্রেতা। মিষ্টির দোকান বন্ধ থাকায় দুধের তেমন চাহিদা না থাকায় হতাশ খামারিরা। তবুও খামারিরা প্রণোদনা চাননা এবার, গো খাদ্যের উপর ভর্তুকি চান তারা।

চট্টগ্রামে সাড়ে তিন হাজার দুগ্ধ খামারে দুধের উৎপাদন দশ লাখ লিটার। অধিকাংশ খামার গ্রামাঞ্চলে হওয়ায় বিক্রির জন্য আনতে হয় শহরে। লকডাউনে যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় খামারিরা পড়েছেন মহা বিপাকে।  ৭০ টাকা লিটারের দুধ বিক্রি হচ্ছেনা ২০ টাকায়ও।

এদিকে সরকারি দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্ক ভিটাও কিনছে না অতিরিক্ত দুধ।

এ দুরাবস্থার সাথে গো খাদ্যের দাম লাগামহীন বাড়ায় সরকারি ভর্তুকি ছাড়া খামার চালানো প্রায় অসম্ভব বলছেন ব্যবসায়িরা। তবে চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ অফিস বলছে,লকডাউনে ক্ষতিগ্রস্ত খামারিদের পাাশে থাকবে সরকার।

গত বছর টানা লকডাউনে দুধ বিক্রি করতে না পেরে চট্টগ্রামের খামারিরা রাস্তায় দুধ ফেলে প্রতিবাদ জানিয়েছিলেন। লোকসান এড়াতে এবারের কঠোর লকডাউনেও আগের মতো ভ্রাম্যমান গাড়িতে দুধ বিক্রির সুযোগ চান খামারিরা।

আরও পড়ুন


একদিনে এতো মৃত্যু দেখেনি বাংলাদেশ

দেশের যেসব জেলায় মৃত্যু সব রেকর্ড ছাড়াল আজ

বাবা’র লাশ সামনে রেখে জমি ভাগাভাগিতে ব্যস্ত সন্তানেরা

দিলীপ কুমারের মৃত্যুতে ইমরান খানের শোক, মায়ের নামে ক্যানসার হাসপাতাল


news24bd.tv / কামরুল