ঈদুল আজহা: মানুষকে সচেতন করতে চার লাখ প্রচারপত্র বিতরণ

ফাইল ছবি

ঈদুল আজহা: মানুষকে সচেতন করতে চার লাখ প্রচারপত্র বিতরণ

অনলাইন ডেস্ক

ঈদুল আজহাকে সামনে রেখে সারাদেশে কোরবানির পশুর উচ্ছিষ্টাংশ বর্জ্য অপসারণে মানুষকে সচেতন করতে চার লাখ প্রচারপত্র বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালের সভাপতিত্বে বুধবার এক ভার্চ্যুয়াল আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।  

সভায় বলা হয়, দেশব্যাপী কোরবানির পশুর  জনসচেতনতা বাড়াতে প্রচারপত্র বিতরণের  এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ঢাকার দুই সিটি কর্পোরেশন (ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ) কর্তৃক মহানগরে কোরবানির আবর্জনা অপসারণে বিশেষ ব্যবস্থা নিতে আহবান জানানো হয়।

 

পরিবেশ অধিদপ্তর ফেসবুক বুস্টিং এবং মোবাইলে মেসেজের মাধ্যমে এ সংক্রান্ত বার্তা জনগণের কাছে পৌঁছানোর ব্যবস্থা নেবে।

আরও পড়ুন:


ব্যস্ততার মধ্যেও খেলা দেখতে আসতেন দিলীপ কুমার

কোভিড ব্যবস্থাপনায় ১৮৩০ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব মমতার

লকডাউনের সপ্তম দিনে সরব ছিল আইনশৃঙ্খলা বাহিনী

এছাড়া, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সারাদেশের মসজিদে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মসজিদের ঈমামদের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে করণীয় সম্পর্কে জুম্মার নামাজে বক্তব্য রাখার আহ্বান জানানো হয়।

একইভাবে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের পাশাপাশি সকল বেসরকারি চ্যানেলে এ বিষয়ে তথ্যসম্বলিত বার্তা ও স্পেশাল বুলেটিন প্রচারের ব্যবস্থা নিতে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।  

news24bd.tv রিমু