নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে, নতুন করে আরও ১৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। ৪৯৫ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। এতে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৮ দশমিক ৬৮ শতাংশ।
এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৩০৩ জন।
আরও পড়ুন
আফগানিস্তান যুদ্ধে পরাজয় মেনে নিয়ে যা বললেন বাইডেন
খুলনায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড
সাতক্ষীরায় করোনায় ৮ জনের মৃত্যু, শনাক্ত ১১২
রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক-মাহিন্দ্রা সংঘর্ষ, নিহত ২
শুক্রবার (৯ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেছেন। ডা.মাসুম ইফতেখার জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২১জন, সুবর্ণচরে ১৪জন, হাতিয়াতে ২জন, বেগমগঞ্জ ২৬জন, সোনাইমুড়ীতে ৭জন, চাটখিল ১২জন, সেনবাগ ৯জন, কোম্পানীগঞ্জ ২৭জন, কবিরহাটে ২৪জন রয়েছেন। তিনি আরও জানান, এছাড়া সুস্থ হয়েছেন ৭ হাজার ৭৫৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৩ দশমিক ২ শতাংশ।
এদিকে কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৬৬ জন ও আইসোলেশনে রয়েছেন ১৪ জন।
news24bd.tv এসএম