ভূমধ্যসাগরে তেলের ট্যাংকার থেকে ৪৯ বাংলাদেশি উদ্ধার

ভূমধ্যসাগরে তেলের ট্যাংকার থেকে ৪৯ বাংলাদেশি উদ্ধার

অনলাইন ডেস্ক

তিউনিসিয়ার নৌবাহিনীর একটি ইউনিট ভূমধ্যসাগর থেকে ৪৯ জন বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে। উদ্ধার হওয়া এসব মানুষের বয়স ১৬ থেকে ৫০ বছর।  

তিউনিশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ট্যাপ গত ৮ জুলাই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ট্যাপ দেশটির নৌবাহিনীর বরাত দিয়ে ওই প্রতিবেদন প্রকাশ করে।

তিউনিশিয়ার নৌবাহিনী এক টুইট বার্তায় বলেছে, ‌‘বৃহস্পতিবার আমাদের একটি ইউনিট নথিবিহীন ৪৯ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে। তারা বাংলাদেশের নাগরিক। গত ৫ জুলাই লিবিয়ার জুয়ারা উপকূল থেকে ইউরোপের উদ্দেশে পাড়ি জমায় তারা। ’

টুইট বার্তায় বলা হয়েছে, ‘যাত্রা শুরুর তিন দিনের মাথায় তিউনিশিয়ার জারজিস উপকূল থেকে ৮০ মাইল দূরে নৌকাটি ভেঙে গেলে ওই ৪৯ জন বাংলাদেশি একটি তেলের ট্যাংকারে আশ্রয় নেন।

সেখান থেকে নৌবাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে। ’

news24bd.tv/আলী