বাগেরহাটে করোনা আক্রান্ত আরও ১১৫ জন

বাগেরহাটে করোনা আক্রান্ত আরও ১১৫ জন

Other

বাগেরহাটে বেড়েই চলেছে করোনা সংক্রামণ। বুধবার জেলায় ৩৫৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনা সংক্রামণ হার এখন ৩২ দশমিক ৫৮ শতাংশ। জেলায় সরকারি হিসেবে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০৩ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ এতথ্য নিশ্চিত করেছেন।

বুধবার জেলায় নতুন করে করেনা আক্রান্তদের মধ্যে রয়েছে, সদর উপজেলায় ৬১ জন, মোল্লাহাটে ১৭ জন, ফকিরহাটে ১০ জন, শরণখোলায় ৯ জন, মোরেলগঞ্জে ৬ জন, মোংলায় ৫ জন, কচুয়ায় ৪ জন ও চিতলমারী উপজেলায় ৩ জন।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির জানান, সোমবার বাগেরহাট করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়ে আরও একজনে মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় সরকারি হিসেবে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা দাঁড়াল ১০৩ জন।

গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৫৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনা সংক্রামণ হার এখন ৩২ দশমিক ৫৮ শতাংশ।

এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৯৭৫ জন। করোনা থেকে মোট সুস্থ্য হয়েছেন ৩ হাজার ৩৬০ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০৩ জনের।

বর্তমানে বাগেরহাটে ৭০ বেডের করোনা ডেডিকেটেড হাসপাতালে ৬০ জন চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন:


গাজীপুরে বেতন-ভাতা পরিশোধের দাবিতে সড়ক অবরোধ

ডিম ফুটে একে একে বেরিয়ে এল ২৮ অজগরের বাচ্চা

লকডাউন শিথিলের আগের দিন ঝরল দুই শতাধিক প্রাণ


news24bd.tv / তৌহিদ