লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৫৭ অভিবাসীর মৃত্যু

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৫৭ অভিবাসীর মৃত্যু

অনলাইন ডেস্ক

লিবিয়ায় পশ্চিম উপকূলীয় খুমস শহরের কাছে রোববার নৌকা ডুবির ঘটনায় কমপক্ষে ৫৭ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। নৌকাটিতে কমপক্ষে ৭৩ জন অভিবাসন প্রত্যাশী ছিলেন বলে তথ্য দিয়েছে জাতিসংঘ।

সংস্থাটির শরণার্থী বিষয়ক সংস্থার মুখপত্রের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানায়, নৌকাটি থেকে ১৮ জনকে উদ্ধার করে তীরে নিয়ে আসে জেলে ও কোস্টগার্ডরা। ঘানা, গাম্বিয়া এবং নাইজেরিয়ার নাগরিকরা ছিলেন নৌকাটিতে।

নৌকাটির ইঞ্জিন বন্ধ হয়ে গিয়ে খারাপ আবহাওয়ার কারণে ডুবে যায়।  

আরও পড়ুনঃ


দ. কোরিয়ার কোন গালিও দেয়া চলবে না উত্তর কোরিয়ায়

তালেবানের হাত থেকে ২৪ জেলা পুনরুদ্ধারের দাবি

কাছাকাছি আসা ঠেকাতে টোকিও অলিম্পিকে বিশেষ ব্যবস্থা


 

আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে দারিদ্র্রের কারণে সম্প্রতি ভুমধ্যসাগরে পাড়ি দিয়েছেন হাজারো অভিবাসী। যাদের বেশিরভাগেরই গন্তব্য ইতালি। চলতি বছরের প্রথম ৬ মাসে আফ্রিকা থেকে ভুমধ্যাসাগরে পাড়ি দিয়ে পাঁচ শতাধিক অভিবাসন প্রত্যাশী মারা গেছেন বলে আইওএম এর হিসেবে দেখা গেছে।

news24bd.tv/আলী