ভারত থেকে এলো আরও ২০০ মেট্রিক টন অক্সিজেন

ভারত থেকে এলো আরও ২০০ মেট্রিক টন অক্সিজেন

অনলাইন ডেস্ক

ভারতীয় রেলওয়ের আরেকটি অক্সিজেন এক্সপ্রেসে আরও ২০০ মেট্রিক টন অক্সিজেন যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে এসেছে।

করোনা রোগীদের চিকিৎসার জন্য তরল মেডিকেল অক্সিজেনের এই চালানটি গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল বন্দরে প্রবেশে করে।

ভারত থেকে আমদানি করা এই তরল অক্সিজেনের চালানটি দেশে তরল মেডিকেল অক্সিজেনের মজুদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।

গভীর রাতে কাস্টমস ও বন্দরের সকল আনুষ্ঠানিকতা শেষে ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সিরাজগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়।

সেখানে অক্সিজেন খালি করে ট্রেনটি আবার ফিরে যাবে ভারতে। এই অক্সিজেনের আমদানিকারক 'লিন্ডে বাংলাদেশ'।

বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, দ্বিতীয় চালানে ২০০ টন অক্সিজেন নিয়ে ভারতীয় রেলওয়ের 'অক্সিজেন এক্সপ্রেস' নামের বিশেষ ট্রেনটি গতকাল রাত সাড়ে ১০টায় বেনাপোল বন্দরের রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায় এবং কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়।

আরও পড়ুন:


এবার তিউনিসিয়ার প্রতিরক্ষামন্ত্রীকে বহিষ্কার করলেন প্রেসিডেন্ট

মাহফুজ আনামের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে সম্পাদক পরিষদ থেকে নঈম নিজামের পদত্যাগ

গ্রামীণফোনকে হু্মায়ূন পরিবারের আইনি নোটিশ


বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার কল্যাণ মিত্র জানান, অক্সিজেনবাহী ভারতীয় ট্রেনটি বেনাপোল বন্দরের রেলওয়ে স্টেশনে প্রবেশের পর কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দ্রুত খালাস দেওয়া হয়।

এর আগে গত ২৪ জুলাই রাত ১০টার দিকে 'অক্সিজেন এক্সপ্রেস' এর প্রথম চালান ২০০ মেট্রিক টন অক্সিজেন নিয়ে এই বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

news24bd.tv নাজিম