জাপান থেকে এলো আরও ৭ লাখ ৮১ হাজার টিকা

জাপান থেকে এলো আরও ৭ লাখ ৮১ হাজার টিকা

Other

জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার আরও ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা পেলো বাংলাদেশ। শনিবার (৩১ জুলাই) বিকেল ৩টা ১৫ মিনিটে টিকা বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

আনুষ্ঠানিকভাবে টিকার চালানটি গ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো।

 

করোনা প্রতিরোধে জাপান থেকে কোভ্যাক্সের আওতায় এই টিকা উপহার হিসেবে পেলো বাংলাদেশ।  

আরও পড়ুন:


বিএনপি-জামায়াত-হেফাজত করোনার মতো বারবার রূপ পরিবর্তন করছে: বাহাউদ্দিন নাছিম

টিকা নেয়ার পরেও করোনা পজিটিভ ফারুকী

স্বামীর পর্নকাণ্ড: মানহানির মামলা নিয়ে শিল্পাকে আদালতের ভর্ৎসনা


এর আগে গত ২৪ জুলাই জাপান থেকে দুই লাখ ৪৫ হাজার ২০০ টিকার প্রথম চালান ঢাকায় আসে। এছাড়া আগামী ৪ আগস্ট জাপান থেকে আরও প্রায় ছয় লাখ টিকা আসার কথা রয়েছে।

উল্লেখ্য, জাপান বাংলাদেশকে ৩০ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দেয়ার ঘোষণা দিয়েছে।

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক