কুষ্টিয়ায় একদিনে করোনা ইউনিটে ১১ জনের মৃত্যু

কুষ্টিয়ায় একদিনে করোনা ইউনিটে ১১ জনের মৃত্যু

Other

কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৯ জন করোনায় শনাক্ত ছিলেন। ২ জনের করোনার উপসর্গ ছিল।  

বুধবার (৪আগষ্ট) সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার (৫আগষ্ট) সকাল ৮টা পর্যন্ত সময়ে এদের মৃত্যু হয়েছে।

এছাড়া ও ২৪ ঘন্টায় ৫৯০ জনের নমুনা পরীক্ষা করে আরও ২৩১ জনের করোনা শনাক্ত হয়েছে।

নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার গত দিনের চেয়ে বেড়ে ৩৯.১৫ শতাংশ হয়েছে। এই সময়ে সুস্থ হয়েছেন ১২৩ জন।
এ সব তথ্য নিশ্চিত করে তত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন জানান, কুষ্টিয়া করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালে ২শ বেডের বিপরীতে করোনা ও এর উপসর্গ নিয়ে এখন ভর্তি আছে ২১১জন।

এর মধ্যে করোনা শনাক্ত রোগী ১৮০জন। বাকিদের উপসর্গ আছে। ৭০ শতাংশ রোগীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে।

এ পর্যন্ত জেলায় ১৫ হাজার ৫শ’৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন, এদের মধ্যে সুস্থ হয়েছেন ১১ হাজার ৬শ’৪৯জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত মোট ৫৯৮ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন:


পাবনায় মেডিকেল ছাত্রীকে খালি সিরিঞ্জ পুশের অভিযোগ

হলি আর্টিজানের ঘটনায় সিনেমা, জাহান কাপুরের অভিষেক

দ্বিতীয় টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়াকে হারালো টাইগাররা

রাজের বাসায় বিকৃত যৌনাচারের সরঞ্জামাদি,চলত পর্নোগ্রাফি (ভিডিও)


news24bd.tv / কামরুল