বিনামূল্যে রোগীর সেবায় পটুয়াখালীতে অক্সিজেন ব্যাংক উদ্বোধন

বিনামূল্যে রোগীর সেবায় পটুয়াখালীতে অক্সিজেন ব্যাংক উদ্বোধন

Other

বৈশ্বিক অতিমারী করোনাভাইরাসে আক্রান্ত অসহায় মানুষের সেবায় বিনামূল্যে তাদের কাছে অক্সিজেন পৌঁছে দিতে পটুয়াখালী জেলা আওয়ামীলীগের উদ্যোগে অক্সিজেন ব্যাংক উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার সকাল ৯টায় পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর।

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের বিনামূল্যে সেবা দিতে মানুষের কাছে অক্সিজেন পৌঁছে দিতে প্রাথমিকভাবে ৯টি সিলিন্ডার নিয়ে যাত্রা শুরু করে আওয়ামীলীগ। অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মো. রিয়াজ উদ্দিন ২টি ও বিশিষ্ট ব্যাবসায়ী মো. কামাল হোসেন ২টি সিলিন্ডার জেলা আওয়ামীলীগের ভান্ডারে দেয়ার ঘোষনা দেন।

এতে মোট ১৩টি সিলিন্ডার নিয়ে রোগীদের সেবায় যাত্রা শুরু করলো জেলা আওয়ামীলীগ।

আরও পড়ুনঃ

বেরিয়ে আসছে পরীমনির অন্ধকার জগতের চাঞ্চল্যকর তথ্য

পাঁচ বছরের জেল হতে পারে পরীমণির

বাংলাদেশের মাথাপিছু আয় বেড়েছে ১০ শতাংশ

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় দিনভর বৃষ্টির পূর্বাভাস


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের মহিলা এমপি জেলা আওয়ামীলীগ নেত্রী কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাড. সুলতান আহমেদ মৃধা, সাধারন সম্পাদক ভিপি আবদুল মান্নান, প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যাণার্জি, সাধারন সম্পাদক জালাল আহমেদ, পৌর সভার মেয়র মহিউদ্দিন আহমেদ প্রমূখ।

এ সময় জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অংগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

news24bd.tv/ নকিব