পরীমণির-সাকলায়েন সম্পর্কের বিষয়ে তিন সদস্যের তদন্ত কমিটি

পরীমণির-সাকলায়েন সম্পর্কের বিষয়ে তিন সদস্যের তদন্ত কমিটি

অনলাইন ডেস্ক

আলোচিত অভিনেত্রী পরীমণির সঙ্গে গোয়েন্দা কর্মকর্তা এডিসি সাকলায়েনের সম্পর্কের বিষয়ে তদন্ত করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  

রোববার পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মিয়া মাসুদ করিমকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির বাকি দুই সদস্য হলেন- ঢাকা মহানগর পুলিশের ডিসি হামিদা পারভীন ( ওমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন সেন্টার) এবং সিআইডি কর্মকর্তা রুমানা আখতার (এসএস, ফরেন্সিক)।  

এর আগে, 'গোয়েন্দা কর্মকর্তার বাসায় ১৮ ঘণ্টা কাটিয়েছেন পরীমনি' গণমাধ্যমের এমন খবরে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন।

ফলশ্রুতিতে সাকলায়েনকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দেওয়া হয় গোয়েন্দা বিভাগ থেকে। পরবর্তীতে পরীমনির অভিযোগে তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ থেকে ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিমে বদলি করা হয়।

আরও পড়ুন:


সিরিজের শেষ ম্যাচে সাকিবসহ দুই পরিবর্তন

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৩ জনের মৃত্যু

কুষ্টিয়া করোনায় আরও ১৩ জনের মৃত্যু

দীর্ঘ বন্ধের পর সোমবার থেকে চালু হচ্ছে ওমরাহ ভিসা


NEWS24.TV / কামরুল