কুষ্টিয়া করোনায় আরও ১৩ জনের মৃত্যু

কুষ্টিয়া করোনায় আরও ১৩ জনের মৃত্যু

Other

কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১২ জন করোনা পজিটিভ ছিলেন বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম।  

অপর ১ জনের মৃত্যু হয়েছে করোনার উপসর্গ নিয়ে। তিনি কুষ্টিয়া করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানান তত্বাবধায়ক ডা. আবদুল মোমেন।

শনিবার (৭ আগষ্ট) সকাল ৮টা থেকে আজ রবিবার (৮ আগষ্ট) সকাল ৮টা পর্যন্ত সময়ে এদের মৃত্যু হয়েছে।  

ডা. মোমেন বলেন, করোনা ডেডিকেডেট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনার ২শ’ বেডের বিপরীতে  বর্তমানে ভর্তি আছে ২২৬ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ১৭৪ জন। বাকীদের উপসর্গ আছে।

 

জেলা প্রশাসনের হিসেবে, জেলায় ৪৯৯ জনের নমুনা পরীক্ষা করে আরো ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার কমে ২২.৪৮ শতাংশ হয়েছে। এই সময়ে ১৭৩ জন সুস্থ হয়েছেন।  

কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, গত ৭ দিনেই কুষ্টিয়ায় করোনা আক্রান্ত ৫৯ জনের মৃত্যু হয়েছে, আর আক্রান্ত হয়েছে ১৪ শ’ ৯৮ জন।  

এ পর্যন্ত করোনায় মোট ৬২৯ জনের মৃত্যু হয়েছে। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ১৫ হাজার ৮ শ ৮ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ১শ ৫২ জন।

আরও পড়ুন:


দেশে গত ২৪ ঘণ্টায় করোনয় মৃত্যুর তথ্য

বিধিনিষেধ শিথিলের প্রজ্ঞাপনে যা আছে

১১ আগস্ট থেকে যা যা খুলে দেয়া হবে!

নাটোরে পিকআপ ভ্যান খাদে, মহিলা সহ নিহত ৬


news24bd.tv / কামরুল