বিশ্বের বেশ কয়েকটি দেশে চলছে দাবানল

বিশ্বের বেশ কয়েকটি দেশে চলছে দাবানল

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, উত্তর আমেরিকা, সাইবেরিয়া ও ইউরোপের দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকাজুড়ে চলা দাবানল আরো ছড়িয়ে পড়ছে। প্রচণ্ড দাবদাহ ও দীর্ঘ খরার কারণে সৃষ্ট দাবানলে পুড়ছে ইউরোপের দেশ গ্রিসও। দেশটির ছয় অঞ্চলে জারি করা হয়েছে সতর্কতা।

গ্রিসের রাজধানী এথেন্সের উপকণ্ঠে পৌঁছে গেছে দাবানল।

বিভিন্ন এলাকা থেকে এখনো পালাচ্ছে শত শত মানুষ। গ্রিসজুড়ে ১৫৪টি দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত। এদিকে তুরস্ক সরকারও দাবানল নিয়ন্ত্রণে রীতিমতো যুদ্ধ শুরু করেছে।

কয়েক দশকের মধ্যে প্রচণ্ডতম দাবদাহে প্রায় দুই সপ্তাহ ধরে দাবানল জ্বলছে দেশ দুটিতে।

অন্যদিকে সপ্তাহব্যাপী দাবানলে জ্বলছে উত্তর রাশিয়ার সাইবেরিয়ার বিস্তীর্ণ এলাকা। এদিকে, ভয়াবহ বন্যায় বিপর্যস্ত উত্তর কোরিয়া। ত্রাণ ও উদ্ধারকাজে পরিচালনায় সামরিক বাহিনীকে দায়িত্ব দেয়ার কথা জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।


আরও পড়ুন

আবারও পদ্মা সেতুর পিলারে ধাক্কা

সেপ্টেম্বরে ‘খুলছে’ শিক্ষাপ্রতিষ্ঠান

পরীমনির বিরুদ্ধে মামলা করবে নাসিরের পরিবার 

আবারও আসতে পারে ‘কঠোর লকডাউন’: ওবায়দুল কাদের


news24bd.tv/এমি-জান্নাত