দেশের সুগার মিলগুলোর জন্য আসছে বিদেশি বিনিয়োগ

দেশের সুগার মিলগুলোর জন্য আসছে বিদেশি বিনিয়োগ

Other

বন্ধ থাকা দেশের সুগার মিলগুলোর জন্য আসছে বিদেশি বিনিয়োগ। এরই মধ্যে থাইল্যান্ড, জাপান ও আরব আমিরাত মোটা অংকের বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। আর এই অর্থে আখ মাড়াইছাড়া সহ-পণ্য উৎপাদনের পরিকল্পনা করা হচ্ছে।

আশা করা হচ্ছে বিপুল লোকসানের বোঝা মাথায় নিয়ে বন্ধ হওয়া এসব মিল এবার লাভের মুখ দেখবে।

চিনির উৎপাদন খরচ প্রচলিত বাজার মূল্যের কয়েকগুণ হওয়ায় ধারাবাহিক লোকসানে আছে দেশের চিনিকলগুলো।  

পাঁচ বছরে প্রায় চার হাজার কোটি টাকা লোকসান গুনেছে এই খাত। এ কারণে গতবছরের ডিসেম্বরে মাড়াই বন্ধ করে দেয়া হয় কুষ্টিয়া, পাবনা, পঞ্চগড়, শ্যামপুর, রংপুর ও সেতাবগঞ্জ চিনিকলের। এখন চিন্তা করা হচ্ছে চিনি উৎপাদনের পাশাপাশি জুস, হ্যান্ড স্যানিটাইজার, স্প্রিট, ডিস্টিলারীর মতো সহ-পণ্য উৎপাদনের।

আরও পড়ুন:


পরিকল্পনা সচিবের গাড়িতে বিএনপি নেতাকর্মীদের হামলা-ভাঙচুর

কোন কারণ ছাড়াই আচমকা পুলিশ গুলি করেছে: আমান

আফগানিস্তানে তালেবান সরকারকে স্বীকৃতি দিচ্ছে যেসব দেশ


কুষ্টিয়া চিনিকলের শ্রমিক ও আশপাশের বাসিন্দাদেরও মত চিনিকল চালু রাখার পক্ষে।

চিনি এবং সহ-উৎপাদন শুরু করতে দেশের চিনিকলগুলোতে বড় বিনিযোগকারী খুঁজছে সরকার। এতে আগ্রহ দেখিয়েছে থাইল্যান্ড ও জাপান। প্রস্তাবনা তৈরি করতে বৈঠক করেছে শিল্প মন্ত্রণালয় ও চিনি ও খাদ্য শিল্প করপোরেশন।

news24bd.tv নাজিম