মরুভূমির বুকে ‌‘পৃথিবীর সন্তান’

Other

মরুভূমির বুকে একটি শিশুর মূর্তি তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন চীনা এক ভাস্কর। বিশালকার এই ঘুমন্ত শিশুর ভাস্কযটিকে বলা হচ্ছে আর্থস চাইল্ড বা পৃথিবীর সন্তান।

দূর থেকে দেখলে মনে হবে একটি শিশু উপুর হয়ে মাটিয়ে শুয়ে ঘুমিয়ে আছে। এতোটাই জীবন্ত এই শিশুর আদলটি।

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গানসু প্রদেশের গুয়াঝৌ মরুভূমির বুকে তৈরি করা হয়েছে অসাধারণ এই ভাস্কযটি।

প্রায় ১৫ মিটার লম্বা এবং ৯ মিটার উচু এই ভাস্কযটি তৈরি করেছেন সিংঘুয়া ইউনিভার্সিটির ডং শুবিং নামে এক শিক্ষার্থী।

আর্থস চাইল্ড বা পৃথিবীর সন্তান নামে এই ভাস্কযটির মূল উপপাদ্য হলো, আমরা সবাই প্রকৃতি মায়ের সন্তান, তাই তাকে রক্ষা করার দায়িত্ব সবার। অনন্য এই ভাস্কযটি দেখতে দেশি-বিদেশি বহু পযটক এখানে ভীড় করেন।

আরও পড়ুন: 


ননদ-ভাবিকে ধর্ষণচেষ্টার অভিযোগ

রাঙামাটিতে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

একদিনে করোনা শনাক্ত ৫৭১৭


news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর